এক ম্যাচ নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার, ১২ পয়েন্ট হারালো সাসেক্স
কাউন্টি ক্রিকেটে লেস্টার সিটির বিপক্ষে ১৫ রানের নাটকীয় জয়ের পর হঠাৎ করেই অভদ্র হয়ে উঠেছিলেন সাসেক্সের কয়েকজন খেলোয়াড়। যার চড়া মূল্য দিতে হলো ক্লাবটিকে। টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘণের দায়ে ১২ পয়েন্ট জরিমানা করা হয়েছে ক্লাবটির। সে সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ করা হলো দলটির ভারতীয় অধিনায়ক চেতেশ্বর পুজারাকে।
পুজারা নিজে অপরাধ না করেও অধিনায়ক হওয়ার কারণে শাস্তি পেলেন। সাসেক্সের টম হেইন্স এবং জ্যাক কারসনের আচরণ নিয়ে অসন্তুষ্ট কাউন্টি ক্রিকেট বোর্ড। যার প্রভাব পড়ল পুরো দলের উপর।
১২ পয়েন্ট কাটা যাওয়াটা কাউন্টি জয়ের পথে বড় বাধা হতে পারে সাসেক্সের জন্য। ১৫ রানে জয়ের কারণে সাসেক্সের লেস্টারশায়ারের ওপর উঠে যাওয়ার কথা। থাকার কথা তিন নম্বরে। কিন্তু ১২ পয়েন্ট কাটা যাওয়ার কারণে তারা এখন নেমে গেলো পঞ্চম স্থানে।
দলটির কোচ পল ফারব্রেস পরের ম্যাচে ডার্বিশায়ারের বিরুদ্ধে খেলাবেন না দুই দোষী ক্রিকেটারকে। বাদ দিয়েছেন আরি কারভেলাসকেও। নিষেধাজ্ঞার কারণে নেই পুজারাও। এ ম্যাচটাই কাউন্টিতে এবারে তার শেষ ম্যাচ ছিল। কিন্তু ম্যাচটি না খেলেই ফিরে আসতে হচ্ছে তাকে।
প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর তাকে বেরিয়ে যেতে বলার জন্য আগেও সতর্ক করা হয়েছিল হেইন্সকে। অন্য দোষী ক্রিকেটার কারসন লেস্টারের বিপক্ষে ম্যাচে তাদের ব্যাটারকে রান নিতে বাধা দিয়েছিলেন। আম্পায়ারেরা বিরক্ত পুরো সাসেক্স দলের আচরণ নিয়েও।
যেভাবে মাঠে তারা ব্যবহার করছিলেন, সেই আচরণ সঠিক নয় বলে মনে করেন আম্পায়ারেরা। ম্যাচ জেতার পরও সাসেক্সের ক্রিকেটাররা ঝামেলায় জড়ান প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে। এর আগেও সাসেক্সের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেটা ছিল ডারহামের বিরুদ্ধে। এবারের কাউন্টিতে এটাই ছিল তাদের প্রথম জয়। দ্বিতীয় জয়টি এসেছিল লেস্টারের বিরুদ্ধে।
আইএইচএস/