মিরপুরে প্রথম ওয়ানডে

চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

মিরপুর শেরে বাংলায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের দিন আকাশের আচরণ ঠিক ঠাউরে ওঠা যাচ্ছে না।

মিরপুরে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আকাশ মোটামুটি ভালোই ছিল। কিন্তু ঘড়ির কাঁটা ১২টা পার করার পর থেকেই শুরু হলো ইলশেগুঁড়ি বৃষ্টি। সঙ্গে সঙ্গে পিচ ও ৩০ গজের আশপাশ ঢেকে ফেলা হলো কভারে।

প্রায় কুড়ি-পঁচিশ মিনিট পর বৃষ্টি থামলো। আবার কভার সরিয়ে ফেলা হলো। এখন চলছে পিচের শেষ মুহূর্তের পরিচর্যার কাজ। দুই দল মাঠে নেমে নিজেদের শরীর গরম করার পাশাপাশি খেলা শুরুর আগের হালকা প্রস্তুতিও সেরে নিচ্ছে।

দুপুর দেড়টার আগে নতুন করে বৃষ্টি শুরু না হলে টস যথাসময়েই হবে। তাহলে খেলাও নির্ধারিত সময় মানে দুপুর ২টায় শুরু করা যাবে। কিন্তু বৃষ্টির উপদ্রব শুরু হলেই বিপদ। তখন আর যথাসময়ে খেলা শুরু সম্ভব হবে না।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।