খেলছেন তামিম-মাহমুদউল্লাহ, আছেন সৌম্যও

দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশেও আছেন তারা।
এছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মাহদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রাবিন্দ্রা, কোলে ম্যাকঞ্জি, ইশ সোধি, কাইল জেমিসন, লুকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
এমএমআর/জিকেএস