মোস্তাফিজের গতির আগুনে কিউইদের টপ অর্ডারে ভাঙন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে কার্টেল ওভারের খেলা। তবে সফরকারী কিউইদের ওপর বৃষ্টির পর দারুণভাবে চেপে বসেছে বাংলাদেশের বোলাররা। স্পিনারদের বল ঘুরছে লাটিমের মত। পেসাররা আগুন ঝরাচ্ছেন রীতিমত।

বিশেষ করে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসারের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে রয়েছে কিউই ব্যাটিং লাইনআপ।

২০ বলে ৯ রান করে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার ফিন অ্যালেন। ওয়ানডাউনে নামা চ্যাড বোয়েজও একইভাবে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন মোস্তাফিজের বলে।

এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯। ৫ রান নিয়ে ব্যাট করছেন উইল ইয়ং এবং ১ রান নিয়ে ব্যাট করছেন হ্যানরি নিকোলস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।