বৃষ্টি উপেক্ষা করেও শেরে বাংলায় ক্রিকেট অনুরাগীদের ঢল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

আবহাওয়ার পূর্বাভাষে বৃষ্টির কথা বলা ছিল। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মোটামুটি ভালই ছিল। কিন্তু দুপুর ১২ টার ঠিক পর পরই শুরু হলো বৃষ্টি। তারপর থেমে থেমে বৃষ্টি মিরপুরের আকাশে। খেলা শুরুর আগে দুই পশলা বৃষ্টি আসলো।

এর মধ্যে চললো বৃষ্টি আর রোদের লুকোচুরি খেলা। এই ঝিরঝিরে বৃষ্টি তো পরক্ষণেই রোদ। আবার অল্প কয়েক মিনিট পর আবার বৃষ্টির উপদ্রব। তারপরও শেরে বাংলার ড্রেনেজ ব্যবস্থা ভাল থাকায় সমস্যা হয়নি। নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিলো। কিন্তু মাত্র ৪.৩ ওভার পর বৃষ্টি এসে বাগড়া দিল। তারপর থেকে বন্ধ ছিল খেলা।

দীর্ঘক্ষণ বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবার শুরু করা হয়। তবে দুই দলের ৮টি করো পুরো ম্যাচ থেকে মোট ১৬টি ওভার কেটে নেয়া হয়। অর্থ্যাৎ দুই দলই ৪২ ওভার করে ম্যাচ খেলবে। সে হিসেবে খেলাও চলে বেশ কিছুক্ষণ। কিন্তু ৩৩.৩ ৪ ওভারের খেলা হওয়ার পর আবারও বৃষ্টি নামে এবং খেলা বন্ধ হয়ে যায়।

এদিকে বৃষ্টির মধ্যেও শেরে বাংলায় ক্রিকেট প্রেমীদের ভিড় নামে। হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারিতে হাজার দশেক ক্রিকেট অনুরাগির সরব উপস্থিতি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যাও বাড়তে থাকে। গ্র্যান্ড স্ট্যান্ড এবং দুই ক্লাব হাউজেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অধিনায়ক সাকিব আল হাসান, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল নেই। একই ভাবে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও জিমি নিশামও এ সফরে দলেই নেই। তা জেনেও স্টেডিয়ামের অর্ধেকটা এখন দর্শকে ভরা।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।