দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির শঙ্কা, তবে আশার খবরও আছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

আশ্বিনের প্রথমে হঠাৎই বৃষ্টির আক্রমণ। থেমে থেমে বৃষ্টি। প্রথমে মনে হচ্ছিল ইলশেগুঁড়ি, টিপ টিপ বৃষ্টিই চলবে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার রূপ বদলেছে। কাল বৃহস্পতিবার রাত থেকে সে হালকা বৃষ্টি রূপ নিয়েছে ভারি বর্ষণে।

মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে দুই থেকে আড়াই ঘণ্টা একটানা প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গেছে রাজধানী ঢাকার পথঘাট। ঘর থেকে এক পা বের হতেই পানিতে সয়লাব চারিদিক। এই বর্ষণে ভেসে গেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বৃহস্পতিবার রাজধানী ঢাকাবাসী পানিবন্দি এক কষ্টের রাত কাটিয়েছে।

এখন ক্রিকেট অনুরাগী, ভক্ত-সমর্থকদের একটাই প্রশ্ন, আগামীকাল শনিবার কি খেলা হবে, নাকি প্রথম ম্যাচের মত দ্বিতীয় ওয়ানডেও বৃষ্টিতে ধুয়েমুছে যাবে?

আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সুসংবাদ দিচ্ছে না। শনিবার সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক খেলা শুরুর আগে, শুরুর সময় এবং এক ঘণ্টা পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৯০ থেকে ৮০ শতাংশ।

শনিবার বেলা ১টা ও দুপুর ২টায় বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ, আর বিকেল ৩টা নাগদ বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বিকেল ৪টা ও ৫ টায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে রাত পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশ কম, মাত্র ২০ %।

কাজেই আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে আগামীকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু খেলা শুরুর সময় ৮০ থেকে ৯০% বৃষ্টি পড়ার সম্ভাবনার কথা বলা আছে, তাই দুপুর ২টায় মানে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা ক্ষীণ।

সেক্ষেত্রে খেলা শুরু হতে হতে দুপুর গড়িয়ে বিকেল নামতে পারে। বিকেলেও বৃষ্টির হানায় ক্ষতিগ্রস্ত হতে পারে ম্যাচ। ৫০ ওভারের ম্যাচের সম্ভাবনা বেশ কম। দুপুরের পর বিকেল থেকে বৃষ্টির তোড় কমে গেলে খেলা শুরু হতে পারে দেরি করে। তাই ৫০ ওভারের ম্যাচ না হলেও ৩৫-৪০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা আছে বেশ।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।