পাঁচ নম্বর পেসারের দৌড়ে এগিয়ে গেলেন খালেদ?
এবাদত হোসেন সুস্থ থাকলে কথাই ছিল না; কিন্তু বাঁ-পায়ের হাটুর ইনজুরিতে আক্রান্ত এ পেসার এখন যুক্তরাজ্যে অপারেশন শেষে দেশে ফিরে বিশ্রামে। তাই বিশ্বকাপে পাঁচ নম্বর পেসার খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
তাসকিন, মোস্তাফিজ, শরিফুল আর হাসান মাহমুদের সঙ্গে পাঁচ নম্বর পেসার ঠিক করতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তানজিম সাকিব এবং খালেদ আহমেদকে দলে নেয়া হয়েছিলো। তিন ম্যাচের সিরিজে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে খেলানো হয়েছে তানজিম সাকিবকে।
কিন্তু গত পরশু প্রথম ম্যাচে ৫.৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট পাননি তানজিম সাকিব। দ্বিতীয় ম্যাচের আগে উরুর মাংসপেশিতে টান ধরায় আজ শনিবারের একাদশে রাখা হয়নি তানজিম সাকিবকে। তার পরিবর্তে এ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন পেসার খালেদ আহমেদ। ৯.২ ওভারে ৬০ রানে ৩ উইকেট দখল করেছেন খালেদ।
ওদিকে প্রথম ম্যাচে ৩ উইকেট শিকারি মোস্তাফিজ এদিনও ২ উইকেটের (১০ ওভারে ৫৩ রানে) পতন ঘটিয়েছেন। এখন পাঁচ নম্বরে পেসারের দৌড়ে তানজিম সাকিবকে পিছনে ফেলে এগিয়ে গেলেন খালেদ।
শেষ দিকে উইকেটের নেশায় একটু বেশি ওপরে বল করে কিছু চার ও ছক্কা হজম করলেও প্রথম থেকে মাঝমাঝি সময় পর্যন্ত বেশ ভাল জায়গায় বল ফেলে সমীহ আদায় করে নিয়েছেন খালেদ। যে দুই মিডল অর্ডার নিউজিল্যান্ডকে আড়াইশোর ঘরে পৌঁছে দিয়েছেন, সেই হেনরি নিকোলস (৬১ বলে ৪৯) আর ইস সোধির (৩৯ বলে ৩৫) ভাইটাল উইকেট দুটি খালেদের পকেটেই জমা পড়ে।
পেসার খালেদের সাথে স্পিনার শেখ মাহদিও উৎরে গেছেন। ১০ ওভারে ৪৫ রানে ৩ উইকেট দখল করেছেন এ অফস্পিনার।
এআরবি/আইএইচএস/