অবশেষে কুমিল্লা’ই নিলো তিনবার চ্যাম্পিয়ন করানো ইমরুলকে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বিপিএলের ৯টি আসরের মধ্যে ৭টি শিরোপাই উঠেছে দু’জন অধিনায়কের হাতে। নিঃসন্দেহে এই দুই অধিনায়কই বিপিএলে সবচেয়ে সফল অধিনায়ক। তার মধ্যে একজন মাশরাফি বিন মর্তুজা। অন্যজন ইমরুল কায়েস। কুমিল্লাকে তিনবার শিরোপা উপহার দিয়েছেন এই সফল অধিনায়ক।

অথচ, সেই ইমরুলই এবার বিপিএলে দল পাচ্ছিলেন না প্রায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো তাকে রিটেইন করেইনি, বরং ড্রাফটেও প্রায় তাকে উপেক্ষা করে যাচ্ছিলো। ইমরুলেরও ভাগ্য ভালো। ৬সেটে নাম ওঠানো হয়েছে তার। ৬ষ্ঠ সেটে গিয়ে শেষ পর্যন্ত ইমরুলের ঠাঁই হলো আগের সেই কুমিল্লাতেই।

প্লেয়ার্স ড্রাফটের ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন ইমরুল কায়েস। এই ক্যাটাগরির খেলোয়াড়দের সম্মানি ৫০ লাখ টাকা করে। তালিকায় আরও ছিলেন- আফিফ হোসেন, ইবাদত হোসেন ও রনি তালুকদার। এর মধ্যে ইবাদত চোটের কারণে আসন্ন বিপিএলে খেলতে পারছেন না। আফিফ এবং রনিকে তো প্রথম ডাকেই নিয়ে নিয়েছে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। কিন্তু ইমরুলই উপেক্ষিত থেকে যাচ্ছিলেন বারবার।

অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেও ব্যাট হাতে ইমরুলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। গত আসরে ১৪ ম্যাচে ১৬.৭৬ গড়ে মাত্র ২১৮ রান করেছিলেন এই বাঁ-হাতি। যে কারণে হয়তো, শুধুমাত্র অধিনায়ক ইমরুলকে কেউ নিতে চায়নি। শেষ পর্যন্ত কুমিল্লাই তার প্রতি সদয় হলো। আরও একটি বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

কুমিল্লা প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়েছে। বিপিএলে চারবারের চ্যাম্পিয়নদের দলে আছেন মোহাম্মদ রিজওয়ান, সুনিল নারিন, রশিদ খান, মইন আলিদের মতো ক্রিকেটাররা।

প্লেয়ার্স ড্রাফট থেকে কোন ক্রিকেটরকে নিলো কোন দল

রংপুর রাইডার্স

দেশি: রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

বিদেশি: মাইকেল রিপন (নিউজিল্যান্ড, বোলার), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা, অলরাউন্ডার)।

ফরচুন বরিশাল

দেশি: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল।

বিদেশি: ইয়ানিক কারিয়া (ওয়েস্ট ইন্ডিজ), দুনিথ ভেল্লালাগে, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক।

বিদেশি: রাখিন কনওয়েল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথিউ ওয়াল্টারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট স্ট্রাইকার্স

দেশি: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন।

বিদেশি: রিচার্ড নাগারামা (জিম্বাবুয়ে, বোলার), দুশান হেমন্ত (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)।

খুলনা টাইগার্স

দেশি: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।

বিদেশি: কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।

দুর্দান্ত ঢাকা

দেশি: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দীন।

বিদেশি: লাহিরু সামারাকুন (অলরাউন্ডার, শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশি: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু , সালাউদ্দীন শাকিল।

বিদেশি: কার্টিস ক্যাম্ফার (অলরাউন্ডার, আয়ারল্যান্ড), বিলাল খান (ওমান)।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।