শেষ ম্যাচে অধিনায়ক শান্ত, স্কোয়াডে ফিরেছেন আরও চার তারকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মেহেদি হাসান মিরাজ নন, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে টিম বাংলাদেশের অধিনায়ক নাজমুল হেসেন শান্ত। রোববার রাতে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

আগে যেমনটা শোনা গেছে সেটাই ঠিক। শেষ ম্যাচে অধিনায়ক লিটন দাস আর তামিম ইকবাল দুজনের কেউই নেই। মঙ্গলবারের ম্যাচে অধিনাযকত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে ফিরে আসতে হয়েছিলো শান্তকে। বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। অবশেষে শান্তর দলে ফেরাতে স্বস্তির সুবাতাস বইলো বাংলাদেশে ক্রিকেটে।

নাজমুল হোসেন শান্তর সাথে প্রথম ২ ম্যাচে দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও
তৃতীয় ম্যাচের দলে যুক্ত হয়েছেন।

তামিম ও লিটনের সাথে শেষ ম্যাচে নেই পেসার মোস্তাফিজ, খালেদ আহমেদ এবং তানজিম সাকিব।

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।