১ রান নিয়েই রেকর্ডবুকে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাঠে নামার আগেই হাতছানি দিচ্ছিল মাইলফলকটা। নামের পাশে ছিল ৪৯৯৯ রান। অর্থাৎ ১ রান করতে পারলেই ওয়ানডের ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ, জানাচ্ছিল পরিসংখ্যান।

কিউই পেসার লুকি ফার্গুসনকে কভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস পূরণ করতেই মাইলফলকটা ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের তিনজন এই মাইলফলক ছুঁয়েছেন। তারা হলেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

এর মধ্যে তামিম ইকবাল দেশের একমাত্র ব্যাটার হিসেবে ৮ হাজারি ক্লাবে। সাকিব এবং মুশফিক নাম লিখিয়েছেন ৭ হাজারি ক্লাবে।

ওয়ানডেতে ৫ হাজার রান করতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস লেগেছে তামিমের। ১৫৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।

সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস, মুশফিক ১৭৬। মাহমুদউল্লাহ ১৯২ ইনিংস খেলে পাঁচ হাজারি ক্লাবে ঢুকেছেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।