তবে কি মধ্যস্থতা করতেই শেরে বাংলায় মাশরাফি?

কখন দল দেবে? সাকিব আল হাসান কি অধিনায়ক থাকবেন? তামিম ইকবালকে কি রাখা হবে? শেরে বাংলায় উপস্থিত প্রতিটি ক্রিকেট অনুরাগীর মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে।
এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক প্রসঙ্গও আলোচিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রসঙ্গ হলো, মাশরাফি বিন মর্তুজার শেরে বাংলায় উপস্থিতি। দুপুর ২টায় খেলা শুরুর পর পরই হোম অব ক্রিকেটে দেখা মিললো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের। তিনি নড়াইল ছিলেন। হঠাৎ কেন তিনি খেলা দেখতে মাঠে এসে উপস্থিত?
ভাবছেন নিজ দলের খেলা দেখতেই বুঝি এসেছেন মাশরাফি? মোটেই তা নয়। জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মঙ্গলবার এমনি এমনি আসেননি। খেলা দেখা মূল উদ্দেশ্য নয়।
মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পেয়েই আজ দুপুরে মাঠে এসেছেন নড়াইল এক্সপ্রেস। ওই সূত্র আরও জানিয়েছে, মাশরাফিকে ফোন করে ওই বিষয়টি জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
কেন মাশরাফিকে তড়িঘড়ি করে বোর্ডে আসতে নির্দেশ? উত্তর খুঁজে পেতে বেশি দেরি হবে না। কারণ মঙ্গলবার সকাল থেকেই শোনা যাচ্ছে, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন সাকিব।
শেরে বাংলার আশপাশে ব্যাপক গুঞ্জন, শতভাগ ফিট না হওয়ার পরও তামিমের বিশ্বকাপ খেলাকে খুব ভালো চোখে দেখছেন না অধিনায়ক সাকিব ও হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। মানে হেড কোচ ও অধিনায়ক নাকি হাফ ফিট তামিমকে দলে চান না।
এ বিষয় নিয়ে বোর্ড, নির্বাচক আর সাকিব-হাথুরু বিপরীতমুখী অবস্থানে। বোর্ড ও নির্বাচকরা তামিমকে দলে রাখার পক্ষে। বোর্ড ও নির্বাচকদের যুক্তি, শতভাগ ফিট না হলেও তামিম বিশ্রাম নিয়ে খেলতে পারবেন।
আর বিশ্বকাপে প্রতিটি ম্যাচের মাঝখানে অন্তত তিনদিনের বিরতি আছে। ওই সময়টা বিশ্রাম নিয়ে তামিম বেশিরভাগ ম্যাচই খেলতে পারবেন। দলে সম্ভাব্য ওপেনার হিসেবে যাদের ভাবা হচ্ছে, সেই নাইম শেখ, তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, এনামুল হক বিজয় কেউই ফর্মে নেই। এমনকি লিটন দাসও ছন্দে নেই।
তাই তামিমই ভরসা। এখন কোচ ও ক্যাপ্টেন তাকে না চাইলে লিটনের সঙ্গে ওপেন করবেন কে? এসব নিয়েই খেলা শুরুর আগে থেকে শেরে বাংলায় প্রেসিডেন্ট কক্ষে এক সভা চলছে। জানা গেছে, সেখানে আছেন মাশরাফিও।
দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এ অধিনায়ক দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতেই এসেছেন মশরাফি। হঠাৎ তৈরি হওয়া গুমোট আবহাওয়া মানে বৈরী পরিস্থিতি সামাল দিতেই মাশরাফি এখন হোম অব ক্রিকেটের সভাপতির কক্ষে।
জানা গেছে, এমনিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন, বাংলাদেশ আর নিউজিল্যান্ড খেলার মাঝামাঝি বা এক ইনিংস শেষেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে।
কিন্তু এখন তামিম ইস্যুতে একদিকে বিসিবি, নির্বাচকরা অন্যদিকে ক্যাপ্টেন ও হেড কোচ। তামিম ইস্যুতে এখন দ্বিমুখী অবস্থানে তারা। শেষ পর্যন্ত তামিম ইস্যুর ইতিবাচক সমাধানেরই ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে।
এআরবি/এমএমআর/এএসএম