এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে। এদিকে চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি দল।

বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এশিয়ান গেমসের দল। দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান।

সাইফের দলে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিচিত মুখ। জাতীয় দলে খেলা আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকা রয়েছেন এই দলে।

আগামীকাল শুক্রবার ১৯তম এশিয়ান গেমসের জন্য চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ স্কোয়াড:
পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকির আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।