ছিটকেই গেলেন অক্ষর, ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল।

আইসিসির নিয়মানুযায়ী, বিশ্বকাপ দলে পরিবর্তনের আজ (২৮ সেপ্টেম্বর) শেষ দিন। এরপর যদি কোনো দেশ দলে পরিবর্তন আনতে চায় তাহলে তাদের আইসিসির শর্তানুসারে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে। সেজন্য বেশ তড়িঘড়ি করেই বিশ্বকাপ স্কোয়ার্ডে অশ্বিনকে যুক্ত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিশ্বকাপ দলে অশ্বিনের অন্তর্ভুক্তি অনেকটা আশ্চর্যের। কারণ গত আগস্টে বিসিসিআই ঘোষিত ১৫ সদস্যের তালিকায় অশ্বিন ছিলেন না। তখন প্রধান নির্বাচক অজিত আগারকার ব্যাটিংয়ের কথা চিন্তা করে অক্ষরকে দলে নিয়েছিলেন।

প্রতিযোগিতায় পেছনে পড়ে দল থেকে বাদ পড়েছিলেন অশ্বিন। তবে শেষ পর্যন্ত অশ্বিনের কপাল খুলেছে, জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।

২০১১ সালের বিশ্বকাপে খেলেছেন, এমন ২ জন ক্রিকেটার আছেন এবারের ভারতীয় দলে। তারা হলেন-বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন অক্ষর। টুর্নামেন্ট শেষ না করেই ফিরে আসেন দেশে। তার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপে পাঠায় বিসিসিআই।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।