৩৪৫ রান করেও এভাবে হারতে হলো পাকিস্তানকে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ভারত বিশ্বকাপে যে এবার রানের বন্যা বয়ে যাবে, তার ইঙ্গিত খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রানের বন্যা বয়ে গেছে। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও দেখা যাচ্ছে তেমনটা। হায়দরাবাদে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ সে স্বাক্ষীই দিচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রানের বিশাল স্কোর গড়েও জিততে পারেনি বাবর আজমের দল। শুধু জিততে পারেনি বললেও যেন ভুল বলা হবে। রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে। কিউইরা ৩৮ বল হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে।

এই ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরেছেন কেনে উইলিয়ামসন। গত মার্চে আইপিএলের প্রথম ম্যাচে চোটে পড়ার পর বিশ্বকাপই খেলার সম্ভাবনা ছিল না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের। তবে নিবিড় পরিচর্যা আর সঠিক গাইডলাইন- সব মিলিয়ে দ্রুতই সেরে ওঠেন তিনি। যে কারণে, উইলিয়াসনকে নিয়েই বিশ্বকাপের দল গঠন করা হয়। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রায় ৭ মাস পর মাঠে ফিরলেন তিনি এবং রানও করেছেন ৫৪টি।

৩৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের কেউ অবশ্য তিন অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৯৭ রান এসেছে ওপেনার রাচিন রবিন্দ্রর ব্যাট থেকে। অথচ, বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন ডেভন কনওয়ে। হাসান আলির বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি।

শুরুতে উইকেট হারিয়েও দ্রুত নিজেদেরকে সামলে নেয় নিউজিল্যান্ড। এরপর রাচিন রবিন্দ্র এবং কেনে উইলিয়াসন মিলে গড়ে তোলেন ১৩৭ রানের জুটি। এ সময় আউট না হলেও মাঠ ছেড়ে উঠে যান উইলিয়ামসন। ৫০ বলে ৫৪ রান করেন তিনি। বাউন্ডারি মারেন ৮টি।

৯৭ রানের মাথায় আউট হয়ে যান রাচিন রবিন্দ্র। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস হলো তার। ড্যারিল মিচেল ৫৭ বলে করেন ৫৯ রান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। আউট না হয়ে তিনিও মাঠ চাড়েন। ১৩ বলে ১৮ রান করে আউট হন অধিনায়ক টম ল্যাথাম। গ্লেন ফিলিপস করেন ৩ রান। লেট মিডল অর্ডারে মার্ক চাপম্যান ৪১ বলে ৬৫ রান করে নিউজিল্যান্ডের জয় দ্রুত করেন। জেমস নিশাম ২১ বলে করেন ৩৩ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম এবং সউদ শাকিলের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ৯৪ বল খেলে ১০৩ রান করে মাঠ ছেড়ে যান রিজওয়ান। ৯টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। ৮৪ বলে ৮০ রান করেন বাবর আজম। ৫৩ বলে ৭৫ রান করে সউদ শাকিল। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আগা সালমান।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।