সকল শিশুর সমতা ও সম্মানের দাবি পথশিশু ক্রিকেট বিশ্বকাপ দলের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

পরপর চারটি ম্যাচ যখন জিতলো, তখন বাংলাদেশের জন্য বড় এক আশার সঞ্চার করছিল। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় এবং সেমিফাইনালে বাংলাদেশ।

কিন্তু শেষ হাসি হাসা আর হলো না। তবে সেমিতে উগান্ডার বিপক্ষে জয় না পেলেও বাংলাদেশের সমগ্র পথশিশু তথা সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয় জয় করে এসেছে বাংলাদেশ দলের রুবেল, হাসান, সাথী ও আফরিনরা।

প্রথম চারটি ম্যাচে দুর্দান্ত জয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অন্যান্য দলের তুলনায় নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ দিয়েছে বাংলাদেশ।

শক্ত হাতের ব্যাটিং কিংবা ক্ষিপ্র গতির বোলিংয়ের মাধ্যমে পথশিশুদের অধিকার আদায়ে বৈশ্বিক আন্দোলনে নিজেদের প্রতিভার জানান দিয়েছে অমিত তেজ আর সম্ভাবনাময় এইসব ক্ষুদে ক্রিকেটাররা।

jagonews24

ক্রিকেটের তীর্থভূমির প্রতিনিধি দল ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে এবং প্রতিপক্ষ দল শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি এবং মরিশাসকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে সুযোগ আর প্ল্যাটফর্ম পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও অসম্ভবকে সম্ভব করতে পারে।

বলছিলাম পথশিশু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের কথা। বাংলাদেশ থেকে চার ছেলে ও চার মেয়ে শিশুর দল সম্প্রতি পথশিশু ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ অংশ নিতে ভারতের চেন্নাইয়ে যায় এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

পথশিশুদের অধিকার রক্ষায় আওয়াজ তুলতে যাওয়া বাংলাদেশ দলের সকল সদস্যের বিশ্বকাপ অভিজ্ঞতা বিনিময়ের জন্য সোমবার (২রা অক্টোবর ২০২৩) রাজধানীর একটি গেস্ট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো।

প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্ট্রীট চাইল্ড ইউনাইটেড কর্তৃক দ্বিতীয়বারের বৈশ্বিক এই আয়োজনে লিডোই মূলত বাংলাদেশের হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অংশগ্রহণ করে আসছে।

jagonews24

টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংলাদেশের শিশুরা শিশু সম্মেলন (কংগ্রেস)-এ অংশ নিয়ে গৃহহীনদের জন্য নিরাপদ ঘুমের জায়গা, শিশুশ্রমের বিরুদ্ধে নিয়ম আরোপ এবং সকল শিশুদের জন্য সমতা ও সম্মানের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিডোর বন্ধুপ্রতীম এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সহযোগী সংস্থা ফ্রেন্ডস অব স্ট্রীট চিল্ড্রেন বাংলাদেশ এর চেয়ারপার্সন মাইক শেরিফ বলেন, ‘এ সকল শিশুরা অসাধারণ খেলেছে। তারা সুযোগ পেলে বিশ্বজয় করতে পারে। শুধু প্রয়োজন সকলের সহযোগিতা।’

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত প্রেসনোট পড়ে শোনান লিডোর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৩-৩০ অক্টোবর ২০২৩ ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় পথশিশু ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ ১৩টি দেশের ১৯টি দল এবারের আসরে অংশ নেয়। ভারত সরকারের সমর্থন এবং শ্রী দায়া ফাউন্ডেশন সার্বিক সহায়তা করেছে এবারের বিশ্বকাপে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।