বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা তামিম ইকবালের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে পানি কম ঘোলা হয়নি। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো আলোচনায় তামিম ইকবাল ইস্যু। পক্ষ-বিপক্ষ মন্তব্যে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

দল থেকে বাদ পড়লেও তামিম ইকবাল বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঠিকই শুভ কামনা জানিয়েছেন। বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা একটি গানের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে সেখানেই তামিম জাতীয় দলকে শুভ কামনা জানিয়েছেন।

মোবাইল অপারেটর রবির সৌজনে অর্থহীন ব্যান্ড তৈরি করেছে বিশ্বকাপ নিয়ে একটি গান। সেই গানের ভিডিওর সাথে গানের একটি অংশ লিখে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল।

তামিম ইকবাল লিখেছেন-

সময় এসেছে
বাংলাদেশে এবার
পারবে তুমিও জিতে যেতে
আশা আছে সবার

শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ Aurthohin, ধন্যবাদ Robi এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।