ছোটবেলা থেকেই ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছি: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

ঘরের মাঠে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ১২ বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপের সোনালী ট্রফিটা আর উঁচু করে ধরা হয়নি ভারতের। তাই আবারো ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট দলকে।

বিশ্বকাপ ক্রিকেটের পর্দার ওঠার একদিন আগে বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেনস ডে’তে আইসিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছেন বলে জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কের উপস্থিতিতে আয়োজন করা হয় ক্যাপ্টেনস ডে’র। এসময় প্রতিটি অধিনায়কের কাছে টুর্নামেন্ট থেকে দলের প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় রোহিত শর্মা বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, এখানে যারা বসে আছে সবাই দেশের জন্য কিছু অর্জন করতে এখানে এসেছে। এটার মূল্য অনেক। ছোটবেলা থেকেই আমি ৫০ ওভারের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে আসছি এবং আমি নিশ্চিত এখানে যারা আছে সবাই সেটা দেখে আসছে’।

এসময় স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি নিয়ে নিজের রোমাঞ্চ প্রকাশ করেন রোহিত শর্মা। ‘আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত বলতে পারি যে এখানের মানুষ বিশ্বকাপকে অনেক ভালোবাসে এবং পুরো স্টেডিয়াম থাকবে পরিপূর্ণ কারণ ভারত ক্রিকেটকে অনেক ভালোবাসে পাশাপাশি নিজের দেশকেও। অসাধারণ একটি টুর্নামেন্টের অপেক্ষা করছি আমরা।’

আরআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।