সিলেট যাবে বুধবার সকালে
আজ রাতে দুই ভাগে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর-৪৬ দিন ক্রিকেটের সব পথ মিশে গিয়েছিল দিল্লি-মুম্বাইসহ ভারতের বড় বড় ১০ শহরে।
বিশ্বকাপের বিশালতা, আকর্ষণ, উত্তেজনায় মেতে ছিল ক্রিকেট বিশ্ব। ডামাডোলে থমকে ছিল অন্য সব কার্যক্রম। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া আর ভারত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে ক্রিকেটের মহাযজ্ঞের। আবার ক্রিকেট ছড়িয়ে গেছে এক দেশ থেকে অন্য দেশে।
আগামী পরশু ২৩ নভেম্বর ভারতের বিশাখাপত্তমে শুরু হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার কদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ।
আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
এদিকে টেস্ট সিরিজে অংশ নিতে বেশ আগেভাগেই বাংলাদেশে চলে আসছে কিউই ক্রিকেট দল। আজ মঙ্গলবার রাতেই বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছোট বড় মিলিয়ে মোট ৩ বহরে বাংলাদেশে আসবে কিউইরা।
প্রথম বহরটি আসবে মঙ্গলবার রাত ১০ টা ৪০ মিনিটে। আর দ্বিতীয় বহরটি আসবে রাত ১১ টায়। এর মধ্যে একটি বহর আসবে সরাসরি নিউজিল্যান্ড থেকে, অপরটি দুবাই থেকে।
এছাড়া আগামীকাল বুধবার রাতে কিউইদের ক্রিকেটরদের আরও একটি বহর আসবে সরাসরি নিউজিল্যান্ড থেকে। আজ মঙ্গলবার রাতে যে ২ বহর আসবে, সেই দুই দল মিলে কাল বুধবার সকাল সাড়ে ১০ টায় সিলেটে চলে যাবে। বুধবার সকাল ৮ টার ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে উড়ে যাবে বাংলাদেশ জাতীয় দল।
আগামী ২৩ নভেম্বর থেকে সিলেটে টিম বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট দলের প্র্যাকটিস শুরু। টেস্ট সিরিজে বাংলাদেশ খেলবে একঝাঁক তরুণ ও তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারে সাজানো দল নিয়ে, যার অধিনায়কত্ব করবেন তরুণ বাঁহাতি টপঅর্ডার নাজমুল হোসেন শান্ত।
ইনজুরি ও নানা কারণে বিশ্বকাপ দলের ৯ জন নেই বাংলাদেশ স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙ্গুলে ফ্র্যাকচারের কারণে এ সিরিজে নেই। এক মাসের ছুটিতে থাকা লিটন দাসও মিস করছেন এ সিরিজ।
এছাড়া পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, ওপেনার তানজিদ তামিম, মিডল অর্ডার তাওহিদ হৃদয় ও অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদিসহ ওয়ার্ল্ডকাপ দলের ৯ জন নেই টেস্ট দলে।
অন্যদিকে অভিজ্ঞ পেসার টিম সাউদির নেতৃত্বে নিউজিল্যান্ড খেলতে আসছে তাদের পূর্ণশক্তির টেস্ট দল নিয়ে। বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন (টিম সাউদি, ওপেনার ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, মিডল অর্ডার উইলিয়ামসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, উইল ইয়াং, ইশ সোধি, মিচেল সেন্টনার) আছেন এই দলে।
এআরবি/এমএমআর/জেআইএম