আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পেলো শ্রীলঙ্কা, তবে...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৩

আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা। মঙ্গলবার আইসিসির এক সভায় আনুষ্ঠানিকভাবে লঙ্কানদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমোদন দেওয়া হয়েছে।

তবে আগামী বছরের পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে। আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এছাড়া লঙ্কান ক্রিকেটের আর্থিক বিষয়াদি সরাসরি তদারকি করবে আইসিসি, জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

লঙ্কানদের আনুষ্ঠানিকভাবে স্থগিত সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়নি আইসিসির সভায়। তবে আইসিসি জানিয়েছে, এখন থেকে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে শ্রীলঙ্কা। তাছাড়া ঘরোয়া ক্রিকেটও চালিয়ে যেতে পারবে তারা।

এর আগে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।