অস্ট্রেলিয়াকে ১৭৫ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

সিরিজে সমতা আনার দারুণ সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। ম্যাক্সওয়েল তাণ্ডবে তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক জয়ের পর আজও চতুর্থ ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছে অসিরা। রায়পুরে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক ভারতকে ১৭৪ রানে আটকে দিয়েছে ম্যাথ্যু ওয়েডের দল।

রায়পুরের বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাথ্যু ওয়েড। ব্যাট করতে পাঠান সুর্যকুমার যাদবদের। ব্যাট করতে নেমে আজ কোনো ভারতীয় ব্যাটার বড় কোনো ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৬ (২৯ বলে) রানের ইনিংস খেলেছেন রিঙ্কু সিং।

ব্যাট করতে নেমে দুই ওপেনার জসস্বি জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় ৬ ওভারে ৫০ রানের ঝোড়ো জুটি গড়ে দেন। ২৮ বলে ৩৭ রান করে এ সময় আউট হন জসস্বি জয়সওয়াল। রুতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৩২ রান করে আউট হন।

এরপরের ব্যাটাররা বলতে গেলে দাঁড়াতেই পারেননি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা স্রেয়াশ আয়ার এই ম্যাচে খেলার সুযোগ পান। কিন্তু তিনি আউট হয়ে যান ৮ রান করে। ১ রান করে আউট হন অধিনায়ক সুর্যকুমার যাদব।

রিঙ্কু সিং আর জিতেশ শর্মা মিডল অর্ডরে কিছুটা প্রতিরোধ গড়ে দাঁড়ালে ভারত সম্মানজনক একটা স্কোরে পৌঁছায়। রিঙ্কু সিং ৪৬ রান করেন। জিতেশ শর্মা করেন ৩৫ রান। অক্ষর প্যাটেল এবং দিপক চাহার তো ডাক মেরে উঠে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।