বিশ্বের এক নম্বর বোলারকে বাদ দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

রবি বিষ্ণুইয়ের উত্থানটা বিস্ময়ের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করেই এক লাফে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন ভারতীয় এই লেগস্পিনার।

তবে বোলার ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নিলেও একাদশে জায়গা হারালেন এই তরুণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবি বিষ্ণুইকে ছাড়াই একাদশ সাজিয়েছে ভারত।

আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার রবি বিষ্ণুই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের গত টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।

তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন না রবি। বাদ পড়লেন রুতুরাজ গায়কোয়াড়ও, যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত সিরিজে সব থেকে বেশি রান সংগ্রহ করেছিলেন। এমনকি একটি সেঞ্চুরিও করেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।