দুর্দান্ত কামব্যাকে পয়েন্ট ব্যবধান আরও বাড়ালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৪ মে ২০২৫

ম্যাচের মাত্র ৬ মিনিটে গোল হজম। দলটি বার্সেলোনা হওয়ার কারণে সমর্থকদের বিশ্বাস ছিল যেকোনো সময়ে কামব্যাকের। ভক্ত-সমর্থকদের সেই বিশ্বাসের প্রতিদানও দিয়েছে বার্সা। দুর্দান্ত কামব্যাকে রিয়াল ভায়োদোলিদকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে লা লিগার টেবিলটপাররা।

৩৪ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৯। শিরোপাদৌড়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে (৭২)।

শনিবার রাতে ভায়োদোলিদের করা শুরুর গোলটি ছিল সবার জন্য চমক। ডি-বক্সের ভেতর থেকে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের মাথার উপর দিয়ে ক্রস শটে সরাসরি বল জালে ফেলেন ভায়োদোলিদের ইভান সানচেজ।

স্বাগতিক দলের এই গোল দেখে বার্সা সমর্থকরা তো নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেনি। টেবিলের তলানিতে থাকা দলটির কাছে শীর্ষে থাকা দলের এত দ্রুত গোল হজম তো তারা মানতেই পারছিলেন না। আবার বার্সার ফুটবলারদের প্রতি দৃঢ় বিশ্বাসও ছিল।

তবে প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে কামব্যাক করে হানসি ফ্লিকের দল। ৫৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে গোল করেন রাফিনহা। এতে ১-১ সমতায় ফেরে বার্সা।

৬ মিনিটে আবারও গোল। এবার ভায়োদোলিদের জাল কাঁপান ফারমিন লোপেজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপর আরও কিছু সুযোগ তৈরি করেছিল দু'দলই। তবে জাল পায়নি কেউ।

টানা ৭ মাস ইনজুরিতে থাকার পর এই ম্যাচ দিয়ে ফুটবলে ফিরেছেন বার্সার জার্মান গোলরক্ষক স্টেগান। তবে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ও লা লিগায় রিয়ালের বিপক্ষে বার্সার গোলবার সামলাবেন নিয়মিত গোলরক্ষক ভয়চেক সিজনি।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।