পরের সপ্তাহের এল ক্লাসিকোয় অনেক সুযোগ দেখছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৫ মে ২০২৫

চলতি মৌসুমে লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকতে সেল্টা ভিগোর বিপক্ষে জয় ভীষণ দরকার ছিল রিয়াল মাদ্রিদের। কাঙ্ক্ষিত সেই জয়টি অবশ্য পেয়েছে কার্লো আনচেলত্তির দল। গতকাল রোববার সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এ জয়ে টেবিলটপার বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪ এ নামিয়ে এনেছে লস ব্লাঙ্কসরা।

আগামী রোববার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। এই ম্যাচই লা লিগায় শিরোপা নির্ধারণী হিসেবে কাজ করবে মনে করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

যদি রিয়াল এই এল ক্লাসিকোয় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে স্বাগতিক বার্সাকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধান মাত্র ১ এ নেমে আছে। লিগে তখনো বাকি থাকবে ৩ ম্যাচ। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা তৈরি হবে তখন।

আর যদি রিয়াল হেরে যায়, তাহলে পয়েন্ট ব্যবধান বেড়ে হয়ে যাবে ৭। তখন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে চলতি মৌসুমে আগের তিনটি ক্লাসিকোতেই জয় পাওয়া বার্সা।

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তিকে এল ক্লাসিকো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জানতে চাওয়া হয়, বার্সার বিপক্ষে জয় রিয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি বলবো রোববারের ম্যাচটি প্রায় (শিরোপা) নির্ধারক হবে। যদি আমরা জিতি, তাহলে আমরা মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকবো। লিগ তখনো বার্সার হাতেই থাকবে, তবে আমাদের সুযোগ অনেক বেড়ে যাবে।’

এই মৌসুমে দুই দলের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জয় পায় বার্সা, তারপর স্প্যানিশ সুপারকোপার ফাইনালে ৫-২ এবং সর্বশেষ কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জেতে কাতালানরা।

কোপা দেল রে'র ফাইনাল নিয়ে আনচেলত্তি বলেন, ‘গত সপ্তাহে আমরা ওদের বিপক্ষে খেলেছিলাম এবং ম্যাচটি প্রতিযোগিতামূলক ছিল। আমরা জয়ের কাছাকাছি ছিলাম। আমাদের একটি সিরিয়াস ম্যাচ খেলতে হবে এবং আমরা আত্মবিশ্বাসের সাথেই নামবো।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।