প্রবাসীদের ট্রায়ালে ক্যাবরেরাকে দুয়োধ্বনি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ৩০ জুন ২০২৫

তিন দিনব্যাপী প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের শেষ দিনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিব্রত পরিস্থিতিতে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার ট্রায়েলের শেষ দিনে দুই গ্রুপে ম্যাচ হয়েছে দুটি। ম্যাচের পর যখন মাঠ ছাড়ছিলেন ক্যাবরেরা, তখন গ্যালারিতে অবস্থান করা দর্শকরা তাকে দুয়োধ্বনি দিয়েছে।

‘ভুয়া-ভুয়া, ক্যাবরেরা ভুয়া। আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই। দলে দলে খবর দে, সিন্ডিকেটের কবর দে’-এমন স্লোগানের মধ্যে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ।

ট্রায়ালের শেষ দিনে গ্যালারিতে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। বিদেশে থেকে যারা ট্রায়াল দিতে এসেছেন, তাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরদিন সকালে দেশে গিয়েছিলেন ক্যাবরেরা। এই ট্রায়াল পর্যবেক্ষণ করতে তিনি এসেছিলেন। তিন দিনের ট্রায়ালেই কোচিং স্টাফসহ উপস্থিত ছিলেন ক্যাবরেরা। তবে শেষ দিনে তিনি এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন, সেটি হয়তো বুঝতে পারেননি।

ক্যাবরেরার বিপক্ষে একটা গ্রুপ সোচ্চার ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প থেকে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে বিদায় করার পর থেকে। সেটা অনেক দূর গড়িয়েছিল। হস্তক্ষেপ করতে হয়েছিল দেশের ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও। ক্যাবরেরার বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ দর্শকদের।

ক্যাবরেরা-বিরোধী স্লোগানের সময় দর্শকরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পক্ষেও সোচ্চার ছিলেন। দর্শকদের মধ্যে অনেকে ক্যাবরেরাকে বিদায়ের দাবি তুলেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে জিততে না পারার জন্য দর্শক থেকে শুরু করে সাবেক ফুটবলাররাও ক্যাবরেরার নেতিবাচক কৌশলকে দায়ী করেছেন।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।