ট্রায়াল শেষ হতেই মাঠের মধ্যে শতশত দর্শক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ৩০ জুন ২০২৫

প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের শেষ দিনে দুপুরেই বাফুফের কঠোর বার্তা! বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের চার ভাগ করে দুটি ম্যাচ হবে। সবাইকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে কঠিন শর্ত দেয় বাফুফে। ম্যাচ শুরুর আগে, ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর কী কী করা যাবে না, তা উল্লেখ করে নিয়ম না মানলে শাস্তির হুমকিও দেওয়া হয়।

ট্রায়ালের পর সমাপনী অনুষ্ঠান মাঠেই। সংবাদকর্মীরা সমাপনী অনুষ্ঠানে কাভার করতে যেতে পারবেন বলা হলেও প্রবেশের নির্দিষ্ট গেট বন্ধ করে রাখে বাফুফে। সাংবাদিকরা অনেক ‘যুদ্ধ’ করে ঢুকে দেখেন, ততক্ষণে মানুষে সয়লাব ঢাকা স্টেডিয়ামের মাঠ।

প্রবাসী ফুটবলারদের নিরাপত্তার বালাই ছিল না। যে যেভাবে পারছেন ফুটবলারদের সঙ্গে সেলফি তুলছেন, খোশগল্পের চেষ্টা করছেন। আবার ওই খেলোয়াড়দের পরিচিতরা তাকে ছোঁ মেরে সরিয়ে নিচ্ছেন।

এক সময় ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠ হয়ে যায় হাটবাজারের মতো। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মতো আরো একবার সাংগঠনিক ব্যর্থতা দেখিয়েছে বাফুফে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।