এবার কোথায় ঠাঁই হচ্ছে অধিনায়ক জামাল ভূঁইয়ার?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০২ আগস্ট ২০২৫

ঘরোয়া ফুটবল ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ জুন। দুই মাসের অধিক সময় অতিক্রম হলেও এখনো কোনো ক্লাব খেলোয়াড় নিবন্ধন করেনি। দলবদলের সময় যতটাই লম্বা হোক, শেষ মুহূর্তে সবাই খেলোয়াড় নিবন্ধন করে- এমনই হয়ে আসছে বছরের পর বছর। শেষ দিনে গভীর রাতেও ক্লাব কর্মকর্তাদের খেলোয়াড় তালিকা নিয়ে বাফুফেতে উপস্থিত হওয়ার নজির আছে।

এবারের দলবদলের বড় খবর ছিল চ্যাম্পিয়ন মোহামেডানের অর্থ সংকট ও দলের প্রধান তারকা সোলেমান দিয়াবাতের চলে যাওয়া। দিয়াবাতে যোগ দিয়েছেন আবাহনীতে। মোহামেডান দিয়াবাতের বিকল্প হিসেবে দলে ভিড়িয়েছে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেংকে। গত আসরের সর্বাধিক গোলদাতা এবার খেলবেন সাদাকালো জার্সিতে।

আবাহনী ছেড়ে গত মৌসুমে ব্রাদার্সে যোগ দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া (jamal bhuyan)। আগের ফর্মে নেই এই মিডফিল্ডার। তারপরও জাতীয় দলের অধিনায়ক বলেই তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ আছে। অধিনায়ক নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা নিয়ে কৌতুহল আছে অনেকের।

এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘শুক্রবারও আমার সাথে জামাল ভূঁইয়ার কথা হয়েছে। তখন তিনি ডেনমার্কে ছিলেন। তবে আজ (শনিবার) একজন আমাকে জানালেন জামাল ভূঁইয়া নাকি ঢাকায় এসেছেন। ঢাকায় আসবেন তা একদিন আগেও তিনি জানাননি। আবার ঢাকায় যে এসেছেন তাও আমি নিশ্চিত নই।’

একদিন আগে আপনার সাথে আলোচনায় নতুন মৌসুম নিয়ে কি বলেছেন জামাল ভূঁইয়া? তিনি কি থাকছেন? ‘আমার কাছে বলেছেন, এই মৌসুমেও ব্রাদার্সে থাকতে চান। শেষ পর্যন্ত কি করবেন জানি না’- বলেছেন আমের খান।

ঢাকায় এসেছেন সেটা শোনার পর আপনি কথা বলেছেন? ‘না। ঢাকায় আসলে সেই ক্লাবের সাথে যোগাযোগ করবেন। আমার যা বলার বলে দিয়েছি তাকে। যদি খেলতে চান খেলবেন। না খেলে অন্য কোথাও ভালো অফার পেলে চলে যাবেন। জামালকে আমি বলেছি, দলবদলের শেষ দিনও যদি অন্য কোথাও যাওয়ার কথা বলে, চলে যেতে পারবেন। ব্রাদার্সের জন্য জামালের দরজা উন্মুক্ত। থাকলে থাকতে পারেন, চাইলে চলে যেতেও পারেন’- বলেছেন আমের খান।

জামাল ভূঁইয়ার সামনে অবশ্য বিকল্প কম। তিন প্রধান মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসের জামালকে নিয়ে তেমন আগ্রহ নেই। বাকি দলগুলোর মধ্যে কেউ অধিনায়ককে প্রস্তাব দিয়েছে কিনা সে বিষয়েও কোনো আলোচনা নেই।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।