ড্রয়ে মুক্তি মুক্তিযোদ্ধার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের যে শঙ্কা ভর করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের, তা থেকে তারা মুক্তি পেলো শেষ ম্যাচ ড্র করে। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা গোলশূণ্য ড্র করেছে বিজেএমসির সঙ্গে। দুই দলের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে হারিয়েছিল বিজেএমসি।

শেষ ম্যাচ ড্রয়ে মুক্তিযোদ্ধা ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়ালো। তাদের টিকে যাওয়ার পর এখন রেলিগেশনের শঙ্কায় থাকলো পুরোনো ঢাকার দুই ক্লাব ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ।

শনিবার সাইফ স্পোর্টিং ক্লাবকে হারালে প্রিমিয়ারে টিকে যাবে রহমতগঞ্জ। আর জিততে না পারলে কামাল বাবুর দলকেই নেমে যেতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। শেষ ম্যাচে এক পয়েন্ট পাওয়া বিজেএমসি লিগে হলো নবম।

আরআই/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।