চুয়াডাঙ্গাকে বিধ্বস্ত করে সেমিতে স্বাগতিক বাগেরহাট
বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে বুধবারের খেলায় চুয়াডাঙ্গাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাগেরহাট জেলা ফুটবল দল।
শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে বাগেরহাট জেলা দলের বিদেশি খেলোয়াড় কোস্টা প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে কোস্টা পর পর আরও তিন গোল করে দলকে এগিয়ে নেন। খেলা শেষের কিছু আগে আরেক বিদেশি খেলোয়াড় কেস্ট আরও এক গোল করেন।
খেলার শুরুতে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান দু'দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা পরিচালনা করেন ফিফা ব্যাজধারী রেফারি রহমান ঢালী, মনির ঢালী (ফিফা), আজিজ বাবলু (ফিফা) ও সমশের আলী।
বৃহস্পতিবার ঢাকার সাঈদ পাওয়ার স্পোর্টিং ক্লাব দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাতক্ষীরা জেলা দলের বিপক্ষে খেলবে।
এমএমআর/জেআইএম