আরামবাগকে হারিয়ে কামরুজ্জামান স্মৃতি সংসদ সেমিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের খেলায় ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্মৃতি সংসদ সেমি ফাইনালে উঠেছে।

শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ২৩ মিনিটে কামরুজ্জামান স্মৃতি সংসদের আশিস জয়সূচক একমাত্র গোলটি করেন। ম্যাচে ঢাকা আরামবাগের কয়েকটি জোরালো শট গোল পোস্টে লেগে ফিরে আসে। একাধিক সুযোগও নষ্ট করেন আরামবাগের খেলোয়াড়রা।

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা দু'দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা পরিচালনা করেন ফিফা ব্যাজধারী রেফারি ইকবাল আলম, ওয়াসিউদ্দিন (জাতীয়), মজনু এলাহী (দ্বিতীয় বিভাগ) ও পবিত্র দাস।

আগামী রোববার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক বাগেরহাট জেলা ফুটবল দল খেলবে পাবনা জেলা দলের বিপক্ষে।

শওকত আলী বাবু/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।