নেপালে খেলা হচ্ছে না রহমত মিয়ার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২১ মার্চ ২০২১

উইঙ্গার রাকিব হোসেনের করোনা নেগেটিভের দিনে পজিটিভ হয়েছিলেন ডিফেন্ডার রহমত মিয়া। ১৮ মার্চ রহমতকে রেখেই হেড কোচ জেমি ডে দল নিয়ে নেপাল যান তিন জাতি টুর্নামেন্ট খেলতে।

রহমত মিয়া হোটেলে আইসোলেশনে থেকে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছিলেন। যেখানে নেগেটিভ হলে ২২ মার্চ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে নেপাল যেতেন রহমত।

কিন্তু দুর্ভাগ্য রহমত মিয়ার। এই ডিফেন্ডারের নেপাল যাওয়া হচ্ছে না। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ হয়েছে তার। তবে আজ সকালে করা তৃতীয় পরীক্ষায় নেগেটিভ এসেছে রহমত মিয়ার। অবশ্য এতেও নেপাল যাওয়া হবে না তার।

কেননা বিশ্রাম দেয়ার জন্য এখন তাকে নেপাল না নেয়ার কথাই বলেছেন দলের কোচ জেমি ডে। ফলে এখন তাকে বাদ দিয়েই ২৩ জনের দল ঠিক করতে হবে কোচ জেমিকে। রহমতকে না পাওয়া বাংলাদেশ দলের জন্যও দুঃসংবাদ।

মঙ্গলবার শুরু হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। একদিন আগে সোমবার আয়োজকদের কাছে ২৩ জনের নাম জমা দিতে হবে। কোচকে ওই তালিকা থেকে বাদ দিতে হবে একজনকে। তিনি কে সেটাই এখন দেখার।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।