‘প্রস্তুতি ম্যাচ খেললে নিজেদের অবস্থান বুঝতে পারবো’

সেপ্টেম্বরে এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্ব। সকাল-বিকাল অনুশীলন করছেন সাবিনা-মৌসুমীরা। ‘জি’ গ্রুপে জর্ডান ও ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
জাগো নিউজ : এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য কেমন প্রস্তুতি আপনাদের?
সাবিনা খাতুন : লিগ শেষেই প্রস্তুতি শুরু করেছি। নিয়মিত অনুশীলন চলছে ভালোভাবেই।
জাগো নিউজ : খেলা নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে। কি প্রত্যাশা করছেন?
সাবিনা খাতুন : প্রতিপক্ষ ইরান ও জর্ডান অনেক ভালো। আমরা সেরাটা খেলার চেষ্টাই করবো।
জাগো নিউজ : লিগ শেষ হওয়ার পর থেকে অনুশীলন করছেন। নিজেদের কতটা প্রস্তুত মনে করছেন প্রতিযোগিতার জন্য।
সাবিনা খাতুন : দুটি প্রস্তুতি ম্যাচ খেললে বুঝতে পারবো কোন অবস্থানে আছি। কারণ আমরা অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ খেলি না।
জাগো নিউজ : বেশিদিন হয়নি লিগ শেষ হলো। খেলার মধ্যে থাকাটা নিশ্চয়ই কাজে দেবে এশিয়ান কাপের বাছাইয়ে।
সাবিনা খাতুন : মনে হয় না। কারণ, ঘরোয়া আর আন্তর্জাতিক ফুটবলের মধ্যে অনেক পার্থক্য। তাছাড়া আমাদের লিগ আরো প্রতিদ্বন্দ্বীতামূলক হওয়া উচিত।
জাগো নিউজ : কি করলে লিগ আরো প্রতিদ্বন্দ্বীতামূলক হবে?
সাবিনা খাতুন : আমাদের অনেক বড় ক্লাব আছে তাদের লিগে আসতে হবে। তা হলেই দেখা যাবে খেলায় প্রতিদ্বন্দ্বীতা বাড়বে, খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা তৈরি হবে।
জাগো নিউজ : ধন্যবাদ
সাবিনা খাতুন : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/এমএস