বাহরাইনে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৯ অক্টোবর ২০২১

বাহরাইনে বিডি ইলেভেন স্টার ফুটবল ক্লাব ও ইয়াং ফাইটার ফুটবল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হামাদ টাউন ইয়ুথ সেন্টার ক্লাব মাঠে এ ম্যাচ আয়োজিত হয়।

বিডি ইলেভেন স্টার ফুটবল ক্লাব ও ইয়াং ফাইটার ফুটবল ক্লাব যৌথভাবে খেলার আয়োজন করে। খেলার আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ফুটবলার ও চিকিৎসক শেফায়েত উল্লাহ।

রায়হান সর্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবার-পরিজন রেখে প্রবাসে আসা কর্মীদের মাঝে মধ্যে খেলাধুলার মতো সুস্থ বিনোদনের একান্ত প্রয়োজন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, চিকন মিয়া, ইনসান মিয়া, অলি আহমদ, সুনাম লতিফ, জাহাঙ্গীর হায়দার, শাহ আলম, আজাদ মিয়া, আনোয়ার হোসেন, আমীর হোসেন, কামাল লিটন, আব্দুল মালেক, আল-আমিন, শাহীন আহমদসহ আরও অনেকে।

নির্ধারিত ৫০ মিনিটের খেলায় বিডি ইলেভেন স্টার ফুটবল ক্লাব ২-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে মোবারক হোসেন ও শরীফ হাসান ১টি করে গোল করেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল আহাদ, রুহুল আমিন ও ফিরোজ মিয়া।

এসময় ইয়াং ফাইটার ফুটবল ক্লাবের সভাপতি মো. আমিনুর রশিদের স্বদেশ গমন উপলক্ষে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া মীর সাব্বির হোসেনকে বিডি ইলেভেন স্টার ফুটবল ক্লাবের হেড কোচের দায়িত্ব দেওয়া ও ফুল দিয়ে বরণ করা হয়।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।