চ্যাম্পিয়ন্স লিগ জিততে ম্যান সিটিতে আসিনি: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৮ আগস্ট ২০২২

ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। গত ছয় মৌসুমে চারবার ম্যান সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন এ স্প্যানিশ কোচ। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বেলায় পুরোপুরি নিষ্প্রভ গার্দিওলার ম্যান সিটি। সর্বোচ্চ অর্জন রানার্সআপ হওয়া।

মূলত ২০১১ সালে বার্সেলোনার হয়ে শিরোপা জেতার পর আর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে চুমু খাওয়া হয়নি গার্দিওলার। মাঝে বায়ার্ন মিউনিখ ঘুরে ম্যান সিটিতে এসেছেন তিনি। তবু জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তাই প্রিমিয়ার লিগের জন্য যতটা প্রশংসা পান, চ্যাম্পিয়ন্স লিগের জন্য ঠিক ততটাই সমালোচিত হন গার্দিওলা।

রোববার এ বিষয়ে মুখ খুলেছেন ম্যান সিটির কোচ। গার্দিওলা সাফ জানিয়েছেন, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ম্যান সিটিতে আসেননি তিনি। তবে ক্লাব কর্তাদের মতো তারও প্রথম লক্ষ্য হলো, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। প্রতি বছর সব শিরোপা জেতার ইচ্ছার কথাই জানিয়েছন তিনি।

সংবাদমাধ্যমে গার্দিওলা বলেছেন, ‘মানুষ হয়তো বলবে অজুহাত দিচ্ছি। তবে আমি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আসিনি। দলের মালিকরাও আমাকে এটি বলেনি। অবশ্যই তারা এটি চায় এবং আমিই সবার আগে এটি জিততে চাই। তবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার ক্ষেত্রেও এটি একই ছিল। যেখানে আমি দুইবার জিতেছি।’

তিনি আরও যোগ করেন, ‘প্রতি বছর আমি পুরো চারটি শিরোপাই জিততে চাই। যদি ৩০-৪০ বছরও ম্যানেজার থাকি, আমি তখনও প্রতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইবো। তবে বার্সেলোনায় দুই বছর ও বায়ার্নে তিন বছর যখন আমি জিতিনি, তখনও মনে হয়নি যে ব্যর্থ হয়েছি।’

এ বিষয়ে ম্যান সিটি কোচের শেষ কথা, ‘আমরা অবশ্যই চ্যাম্পিয়ন লিগ জিততে চাই। একই সময়ে আমি সর্বেসর্বা নই। আমরা জেতার জন্য চেষ্টা করে যাই। গত মৌসুমে আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এবং এ মৌসুমে আবারও চেষ্টা। তবে আমি জানি প্রতিপক্ষ দলগুলো এবং এই প্রতিযোগিতা কতটা কঠিন আমি জানি।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।