একাডেমি দলকে প্রিমিয়ার লিগে খেলাতে চায় বাফুফে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৮ আগস্ট ২০২২

এ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়েছিল বাফুফের এলিট একাডেমি। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে তারা। আগামীতেও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এলিট একাডেমিকে খেলাতে চায় বাফুফের ডেভেলপমেন্ট কমিটি।

সোমবার অনুষ্ঠিত বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় আগামী মৌসুমে দেশের শীর্ষ দুটি লিগেই তাদের একাডেমি দলকে খেলানোর বিষয়ে একমত হয়েছে। তারা বিষয়টি বাফুফের নির্বাহী কমিটিতে প্রস্তাব আকারে পাঠাবে।

সভা শেষে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, ‘আমরা দুটি লিগে এলিট একাডেমিকে খেলানোর বিষয়ে একমত হয়েছি। এখন বাফুফে অনুমোদন দিলেই আগামী লিগে দুটি দল খেলবে।’

সদ্য ভারতের শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবাদের পারফরম্যান্সের প্রশংসা করে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেছেন,‘আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে তারা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’

এই সভায় আগামী ৫ থেকে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ এবং আগামী ১ থেকে ১৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রুপে অংশ নেবে বাংলাদেশ, ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টও পল স্মলিকে আরও দুই বছর নিয়োগ বর্ধিত করার জন্য বাফুফের নির্বাহী কমিটির কাছে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই সভায়।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।