হাঙ্গেরির স্বপ্ন ভেঙে ফাইনালসে ইতালি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২

জার্মানি ও ইংল্যান্ডকে হারানোর পর ইতালির বিপক্ষে স্রেফ ড্র করলেই হতো হাঙ্গেরির। কিন্তু শেষ ম্যাচে ইতালির বিপক্ষে জয় দূরে, সেই ন্যুনতম ড্র'ও করতে পারলো না উয়েফা নেশনস লিগে স্বপ্নীল সময় কাটাতে থাকা হাঙ্গেরি। ইতালির কাছে হেরে শেষ হয়ে গেলো তাদের ফাইনালস খেলার স্বপ্ন।

সোমবার রাতে নিজেদের ঘরের মাঠে ইতালির কাছে ২-০ গোলে হেরেছে হাঙ্গেরি। এ জয়ের সুবাদে হাঙ্গেরির স্বপ্ন ভেঙে সেরা চারে উঠে গেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে আসর শেষ করলো হাঙ্গেরি।

আগের দুই ম্যাচে জার্মানি-ইংল্যান্ডকে হারানোর পর ইতালির বিপক্ষেও হাঙ্গেরির ওপর নজর ছিল সবার। কিন্তু এদিন যেন নিজেদের স্বাভাবিক খেলাই ভুলে গিয়েছিল হাঙ্গেরি। ম্যাচের পঞ্চম মিনিটে গোলরক্ষকের হাত ফসকে বল চলে যাচ্ছিল জালে। শেষ মুহূর্তে কোনোমতে সেটি ফেরান ডিফেন্ডার সালাই।

ম্যাচের ২৭ মিনিটে আবারও ভুল। এবার ডিফেন্ডারের ব্যাকপাস থেকে সময়মতো বল ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে সহজেই জালে প্রবেশ করান ইতালির জিয়াকোমো রাসপাদোরি। পরে দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন ফেডরিক ডিমারকো।

এ জয়ে 'এ' গ্রুপের তিন নম্বর লিগে ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে পাওয়া ১১ পয়েন্টে ফাইনালসে উঠেছে ইতালি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট পেয়েছে হাঙ্গেরি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।