দুই থেকে নেমে গেলো সাতে
১০ পয়েন্ট কেটে নেওয়া হলো জুভেন্টাসের

দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় বড়সড় শাস্তিই পেলো জুভেন্টাস। চলতি সিরিআ মৌসুমে তাদের থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে নতুন শুনানিতে।
গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর এপ্রিলে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানিয়েছিলেন।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ অবশেষে সেই রায় পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার নতুন রায় অনুযায়ী চলতি মৌসুমে ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের।
সোমবার জুভেন্টাসের এম্পোলির বিপক্ষে ম্যাচের আগে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন শাস্তির ফলে সেরা চারে থেকে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো।
৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই থেকে সাতে নেমে গেছে জুভরা। ১০ পয়েন্ট কেটে রাখায় এখন তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। হাতে আছে দুটি ম্যাচ। চার নম্বরে থাকা এসি মিলান এখন তাদের থেকে ৫ পয়েন্ট এগিয়ে।
এমএমআর/এমএইচআর