মোহামেডান-আবাহনী মহারণ

বিদেশি রেফারি প্রসঙ্গে যা বললেন কাজী সালাউদ্দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৫ মে ২০২৩

রাজধানী থেকে শত কিলোমিটার দূরের শহর কুমিল্লা কাঁপতে শুরু করেছে ফুটবলজ্বরে। আর পাঁচদিন পর ৩০ মে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল।

যে ফাইনালে মুখোমুখি হবে দেশের দুই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী। দীর্ঘ ১৪ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশসেরা দুই দল।

একাধিক কারণে এই ফাইনাল নিয়ে ফুটবলামোদীদের মধ্যে বাড়তি আগ্রহ। বহুদিন পর সাদা-কালো আর আকাশি-নীলদের ফাইনাল মহারণ। ঢাকার বাইরে প্রথম ফাইনালে দেখা দুই দলের।

এর আগে আবাহনী ও মোহামেডান দেশের বাইরে ফাইনালে মুখোমুখি হলেও দেশের মধ্যে ঢাকার বাইরে কোথাও হয়নি। ১৯৯২ সালে ভারতের চার্মস কাপের ফাইনালে খেলেছিল মোহামেডান ও আবাহনী। ওই ফাইনালে আবাহনী জিতেছিল ১-০ গোলে।

দীর্ঘদিন পর মোহামেডান-আবাহনী ফাইনাল ঘিরে উত্তেজনাও তুঙ্গে ফুটবলাঙ্গনে। এরই মধ্যে উঠেছে বিদেশি রেফারি দিয়ে খেলা পরিচালনার দাবি। এই দাবিতে বেশি সোচ্চার মোহামেডানের সমর্থকরা।

ক্লাব থেকে অফিসিয়ালি কোনো দাবি করা না হলেও সমর্থকরা তাদের দাবি-দাওয়া পেশ করেছে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে। বুধবার মতিঝিলের ক্লাব প্রাঙ্গনে জড়ো হয়েছিল মোহামেডানের সমর্থকরা। সেখান থেকে লিখিত দাবি-দাওয়া নিয়ে তারা বাফুফে ভবনে গিয়ে গিয়েছিল সভাপতির কাছে।

একাধিক দাবি মোহামেডান সমর্থকদের। তাদের প্রধান ফেডারেশন কাপের ফাইনাল পরিচালনা করতে হবে বিদেশি রেফারি দিয়ে। কারণ, তারা চায় নিরপেক্ষভাবে খেলা পরিচালনা হোক। কাজী মো. সালাউদ্দিন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন বিদেশি রেফারি আনা যায় কিনা তার উদ্যোগ নিতে।

এ বিষয়ে কাজী মো. সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে বলেছেন, ‘মোহামেডানের সমর্থকদের সামনেই আমি হেড অব রেফারিকে বলে দিয়েছি বিদেশি রেফারি আনা সম্ভব কিনা সেটা দেখতে। যদিও এই অল্প সময়ে সম্ভব নাও হতে পারে। তারপরও আমি বলেছি চেষ্টা করতে।’

‘ফাইনালের রেফারিং যেন শতভাগ নিরপেক্ষ হয় সে নির্দেশনা আমি সংশ্লিষ্টদের দিয়েছি। আমি বলেছি, মাঠে রেফারি যেন আবাহনীকেও সাপোর্ট না করে, মোহামেডানকেও সাপোর্ট না করে। নিরপেক্ষতা বজায়ে কোনো ছাড় যেন দেওয়া না হয়। দেশি-বিদেশি যে রেফারি দিয়েই খেলা পরিচালনা হোক সেটা নিরপেক্ষ হবে সে আশ্বাসও আমি দিয়েছি মোহামেডান সমর্থকদের। সমর্থকদের আমি এটাও বলেছি, দল ভালো খেলছে, আরো ভালো খেলতে বলেন। তাহলেই হবে।’

দীর্ঘদিন পর মোহামেডান-আবাহনী ফাইনাল দেখতে কুমিল্লায় যাবেন বলে জানালেন বাফুফে সভাপতি, ‘এখন পর্যন্ত আমার ইচ্ছা আছে ম্যাচটি দেখতে যাওয়ার। বাদ বাকি দেখা যাক, কী হয়।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।