শেষ হতে যাচ্ছে বাফুফে-ছোটন অধ্যায়: নেপথ্যে কী?

শুরুটা হয়েছিল সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্নার হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে। তার কয়েক ঘণ্টা পর স্বপ্না ইস্যুতে কথা বলতে গিয়ে প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনও নিজের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
গতকাল (শুক্রবার) বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হওয়া আর কুমিল্লায় মোহামেডান-আবাহনীর লড়াইয়ের খবরের মধ্যে বড় জায়গা করে নিলো নারী ফুটবল। দীর্ঘ ১৪ বছর নারী ফুটবলের প্রধান কোচ হিসেবে কাজ করা ছোটনের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণায় বিস্মিত অনেকে।
তারপর থেকেই কারণ খোঁজার পালা। কেন এমন সিদ্ধান্ত ছোটনের? আমি ক্লান্ত এর বেশি কিছু বলতে নারাজ ছোটন। তবে তার চাকরি ছাড়ার ঘোষণার পেছনে আছে বেশ কয়েকটি কারণ। এর মধ্যে বড় কারণ হতে পারে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ক্লাব কোচিংয়ে যাওয়ার পরিকল্পনা।
ছোটন নিজে কিছু না বললেও একটি বড় ক্লাব থেকে তার কাছে লোভনীয় প্রস্তাব আছে বলেই গতকাল দিনভর গুঞ্জন ছিল ফুটবল অঙ্গনে। এছাড়া বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির সঙ্গে তার একটা দূরত্ব ছিলই। ছোটন প্রধান কোচ হলেও নারী ফুটবলের ক্ষেত্রে খবরদারি করেন পল স্মলি।
বারবার পল স্মলির বেতন বৃদ্ধি করা হলেও অভিযোগ আছে স্থানীয় কোচদের সেভাবে মূল্যায়ন করে না বাফুফে। যদিও বাফুফে কর্মকর্তারা সেটা অস্বীকার করেছেন। তাদের দাবি, সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বেতন বাড়ানো হয়েছে প্রধান কোচ ছোটনের।
ছোটন বলেছেন, তিনি দুই-একদিনের মধ্যে চিঠি দিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানাবেন বাফুফেকে। মৌখিকভাবে জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে।
সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুকে দিয়ে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণকে। গণমাধ্যম ও বাফুফে কর্মকর্তাদের কাছ থেকে জেনেছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
শনিবার দুপুরে বাফুফে ভবনে এসে কোচকে না পেয়ে তার সঙ্গে ফোনে কথা বলেছেন মাহফুজা আক্তার কিরণ। তাকে অনুরোধ করেছেন। তবে ছোটন নাকি ক্লান্তির কথা বলে আর দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন কিরণকে।
তারপরও কিরণ আশা করছেন, ছোটন তার সিদ্ধান্ত বদলে কাজে যোগ দেবেন, ‘আশা করি কয়েকদিনের সব ঠিক হয়ে যাবে। আমি কোচকে বলেছি, আপনি ক্লান্ত। দরকার হলে কয়েকদিন ছুটি নিয়ে বিশ্রাম নেন। কয়েকদিন না হয় আপনার নির্দেশনামতে সহকারীরাই অনুশীলন চালিয়ে যাবে।’
বিকেলে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ভবনে আসলে ছোটনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমি অফিসিয়ালি কিছু জানি না। না জানলে তো এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’
জানুয়ারিতে আনুচিং মগিনি ও সাজেদা ফুটবল থেকে অবসর নিয়েছেন। গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন সিরাত জাহান স্বপ্না।
জাতীয় দলের তিনজনের হঠাৎ অবসরের ঘোষণা দলের কোনো ভাঙন কিনা? জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবলের নিয়মই এমন। কেউ বিদায় নেবেন, কেউ আসবেন। পাইপলাইন মজবুত থাকলে কোনো সমস্যা নেই।’
তারপরও মেয়েদের কোনো সমস্যা আছে কিনা, সেটা জানতে শনিবার সিনিয়দের নিয়ে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি মেয়েদের কাছ থেকে সবকিছু শুনেছেন।
তবে কাজী মো. সালাউদ্দিনের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তাকে না জানিয়ে মিডিয়ায় দায়িত্ব ছাড়ার কথা বলায় ছোটনের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।
কারণ, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি রয়েছে ছোটনের। কেবল বাফুফে সভাপতিই নন, অন্যান্য কর্মকর্তারাও ছোটনের এভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা ভালোভাবে নেননি।
গোলাম রব্বানী ছোটন আগের দিন বলেছিলেন, তিনি ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ১ জুন থেকে আর কাজ করবেন না। তবে ছোটন গতকাল শনিবার সকালে নারী ফুটবলারদের অনুশীলন করাননি। কোনো কিছু না জানিয়ে অনুশীলন থেকে বিরত থাকাটাকেও ভালোভাবে নেননি বাফুফের অনেকে।
আরআই/এমএমআর/জেআইএম