গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৬ জুন ২০২৩

অসুস্থ, রুগণ ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে গতকাল সোমবার রাতেই বিসিবির পক্ষ থেকে অসুস্থ মহসিনের ছোট ভাই কোহিনুর পিন্টুর সাথে যোগাযোগ করা হয়েছে। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন নিজে কথা বলেছেন মহসিনের ভাইয়ের সঙ্গে।

আজ (মঙ্গলবার) দুপুরে জাগো নিউজকে সে তথ্য নিশ্চিত করে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, আমাদের বোর্ড সভাপতি অসুস্থ তারকা ফুটবলার মহসিন ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তার পাশে থাকতে চাই। তার চিকিৎসার সমুদয় ব্যবস্থা করার চেষ্টা করবো।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির পক্ষ থেকে মহসিনের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। তার ছোট ভাইকে জানানো হয়েছে, যেখানে তার চিকিৎসা হয়, সেসব কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে এবং বিসিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ চিকিৎসা নিশ্চিতের সম্ভাব্য সবরকম চেষ্টাই থাকবে।’

বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘মহসিন ভাইয়ের যে জমি সংক্রান্ত ব্যাপার আছে, যা বেদখলের অভিযোগও আছে। সেটা পুনরুদ্ধারে বিসিবি সবরকম সহযোগিতা করবে। আমরা এরই মধ্যে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। মহসিন ভাইয়ের ছোট ভাইকে কাগজপত্রসহ বিসিবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। আশা করি মহসিন ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির পাশাপাশি তার বেদখল করা জমি পুনরুদ্ধারেও বিসিবি সহায়তা করতে পারবে।’

বিসিবি সিইওর কথায় পরিষ্কার ইঙ্গিত, মহসিনের চিকিৎসার জন্য এককালীন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েই দায়িত্ব সারতে নারাজ বিসিবি। এ দেশবরেণ্য সাবেক জাতীয় ফুটবলারের সমুদয় দায়দায়িত্ব কাঁধে নিতে আগ্রহী বিসিবি। এরইমধ্যে প্রক্রিয়া শুরুও হয়েছে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।