নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় ইতালি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৯ জুন ২০২৩

উয়েফা নেশনস লিগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইউরোপের দুই শক্তিশালী দল ইতালি এবং নেদারল্যান্ডসের মধ্যে হয়েছে দুর্দান্ত লড়াই। অসাধারণ লড়াইয়ের প্রদর্শনী শেষে জয়ের হাসি হাসলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। রোববার ডাচদের তারা হারিয়েছে ৩-২ গোলের ব্যবধানে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ইতালিকে এগিয়ে নেন ফেডেরিকো ডিমার্কো। এরপর ২০ মিনিটে ব্যবধান আরো বাড়ান ডেভিড ফ্রাত্তেসি। ৬৮ মিনিটে স্টিভেন বার্গউইন গোল করে ডাচদের ম্যাচে ধরে রাখেন। তবে চার মিনিট পরই, ৭২তম মিনিটে ফেডেরিকো চিয়েসার গোলে ব্যবধান ৩-১ করে ফেলে ইতালি।

এই গোলের পরই চালকের আসনে বসে ইতালি। শেষ দিকে, ৮৯তম মিনিটে জর্জিনিও উইজনালডামের গোলে শুধু ব্যবধানই কমিয়েছে নেদারল্যান্ডস।

আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।