নেইমার চান ফিরতে, বার্সা চায় না ফেরাতে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ আগস্ট ২০২৩

পিএসজিতে তিন তারকা ফুটবলারের সময়টা মোটেও ভালো কাটছিলো না। ফলে, এরই মধ্যে প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপেও যায় যায় অবস্থা। এবার পিএসজি ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন আরেক তারকা ফুটবলার নেইমারও। এই মৌসুমেই পিএসজি ছেড়ে দিতে চান তিনি।

নেইমারের পিএসজি ছাড়ার খবর শুনে নড়ে-চড়ে বসেছে বার্সেলোনাও। তাকে দলে নিতে চায় তারা। কিন্তু নেইমারকে নেয়া নিয়ে বার্সার ভেতরেই বিতর্ক দেখা দিয়েছে। কেউ কেউ নেইমারকে বার্সায় নেয়ার জন্য খুবই আগ্রহী। আবার খোদ জাভি হার্নান্দেজই ব্রাজিল তারকাকে নেয়ার পক্ষে নন। বর্তমানে যে দলটি তার হাতে রয়েছে, সেখানে নেইমারের জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি।

এ পরিস্থিতিতে নেইমার বার্সায় ফিরতে পারবেন কি না তা নিয়ে তুমুল সন্দেহ সংসয় দেখা দিয়েছে। কারণ, ক্লাবের মধ্যে তাকে নিয়ে দুই ধরনের মতামত তৈরি হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা। সব মিলিয়ে নেইমারকে বার্সায় ফেরানোর বিষয়টা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে। ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র এমনও জানিয়েছে, বার্সা নীতিগতভাবে এরই মধ্যে নেইমারের ফেরানোর বিষয়টি নাকচ করে দিয়েছে।

২০১৭ সালে বার্সা ছেড়ে যোগ দেয়ার পর প্যারিসের ক্লাবটিতে ছয় বছর ধরে খেলছেন নেইমার। এক ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের দলবদলের মৌসুম শেষ (৩১ অগস্ট) হওয়ার আগেই তিনি পিএসজি ছাড়তে চান। বিশেষ করে, গত মে মাসে পিএসজি সমর্থকরা যেভাবে তার বাড়ি ঘিরে বিদ্রুপ করেছিলো, তা ভাল লাগেনি নেইমারের। এরপরই তিনি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।

আগেই শোনা গিয়েছিলো পিএসজিও নেইমারকে ধরে রাখতে রাজি নয় বলেই শোনা গিয়েছিল। মূলত মেসিকে রাখার জন্য নেইমারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল পিএসজির। এখন মেসি চলে যাওয়ায় নেইমারকে রাখতে অসুবিধা নেই ফরাসি ক্লাবটির; কিন্তু নেমার থাকতে রাজি নন।

অন্যদিকে, এমবাপেকে অনুশীলন করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কর্তৃপক্ষ। এমবাপে এখন অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। সতীর্থদের ক্ষুব্ধ এমবাপে বলেছেন, যে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে ক্লাবের প্রথম দলকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের।

এমবাপের সঙ্গে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত চুক্তি রয়েছে পিএসজির। ফ্রান্সের ক্লাবটি চাইছে তার সঙ্গে আরও ১২ মাসের চুক্তি সেরে ফেলতে। ক্লাবের এই প্রস্তাবে রাজি নন এমবাপে। তিনি চান চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ফুটবলার হিসাবে নতুন চুক্তি করতে। একাধিকবার আলোচনার পরও সহমত হতে পারেননি দু’পক্ষ।

এমবাপের এই মনোভাবে অসন্তুষ্ট পিএসজি কর্তৃপক্ষ। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফরের পর সোমবার থেকে অনুশীলন শুরু পিএসজির। কোচ লুইস এনরিকে মূল দলের ফুটবলারদের অনুশীলন করাবেন; কিন্তু ২৪ বছরের স্ট্রাইকারের জন্য বন্ধ থাকবে সেই অনুশীলনের দরজা। তাকে অতিরিক্ত ফুটবলারদের সঙ্গেই সকালে অনুশীলন করতে হবে। এমবাপেকে মূল দলের সঙ্গে প্রাক-মৌসুম সফরেও নিয়ে যাননি পিএসজি কর্তৃপক্ষ।

মেসি ক্লাব ছেড়ে দিয়েছেন। এমবাপে অনিশ্চিত। এমন অবস্থায় নেইমারও ক্লাব ছাড়তে চান। ব্রাজিল ফুটবল তারকা এক সময় মেসির সঙ্গে জুটি বেঁধে বার্সেলোনায় খেলতেন। আবার সেই ক্লাবে ফিরতে চান তিনি। যদিও বার্সেলোনার যা আর্থিক পরিস্থিতি, তাতে নেইমারকে তারা নিতে পারবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। এমন অবস্থায় নেইমারও সৌদি আরবের পথে পা বাড়াবেন কি না সেই দিকেও নজর থাকবে ফুটবল সমর্থকদের।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।