রোনালদো-মানের গোল উৎসব চলছেই
সৌদি প্রিমিয়ার লিগে আল নাসরের জার্সিতে গোল উৎসব করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সাদিও মানেরা। গত শনিবার রাতে আল রায়েদের বিপক্ষে গোল করলেন তারা দু’জন। আল নাসরও জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
এ নিয়ে সৌদি লিগে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন এই দুই তারকা। রোনালদো-মানের গোল উৎসবের সঙ্গে জয়রথ ছুটছে নাসরও। প্রথম দুই ম্যাচ হারের পর তারা জিতল টানা চার ম্যাচ।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখে বাজে সময় কাটানোর পর এবার তিনি চলে আসেন সৌদি লিগে। রোনালদোর সঙ্গে দুর্দান্ত জুটি বেধেছেন তিনি। আল রায়েদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এসে প্রতিপক্ষের গোলের তালা খোলেন।
ম্যাচের দ্বিতীয় গোলটি করেন আল নাসরের ব্রাজিলিয়ান তারকা তালিসকা। ম্যাচের শেষ দিকে এসে তালিসকার পাস থেকে বল পেয়ে বাঁ-পায়ের দারুণ এক শটে গোল করেন রোনালদো।
এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে সাত গোল করলেন সিআর সেভেন। সাদিও মানের হলো ৬ গোল।
আইএইচএস/