ফাইনাল খেলতে পারবেন তো মেসি!
যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের জনপ্রিয় প্রতিযোগিতা ইউএস ওপেন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে শিরোপা ঘরে তোলার ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
গত বৃহস্পতিবার দেশটির প্রধান ফুটবল লিগে (এমএলএস) টরেন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে চোটে পড়েন দলের সেরা তারকা মেসি।
পায়ের ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে মাঠেই নামতে পারেননি মেসি। পরের ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন খুদেরাজ। যার কারণে ফাইনালের আগে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ক্লাবটির।
আগামীকালের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও কোনো সুস্পষ্ট বিবৃতি দিতে পারেননি ক্লাবটির কোচ জিরারডো মার্টিনো।
মায়ামি কোচ বলেছেন, ‘আমরা আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিব। দেখতে হবে সে (মেসি) শরীরের অবস্থা কেমন বোধ করে।’
তিনি বলেন, ‘এখানে বেশকিছু প্রশ্ন আছে। আমাদের দেখতে হবে- কোন খেলোয়াড়ের বিষয়ে কথা হচ্ছে, এই ম্যাচের গুরুত্ব কী, এরপর আমাদের সাথে কী হতে চলেছে ইত্যাদি বুঝতে হবে। এই তিনটি পরিস্থিতিকে মূল্যায়ন করতে হবে। ঝুঁকি সবসময় থাকে, তবে আমরা ঝুঁকির মাত্রা কমানোর চেষ্টা করি।’
‘এটি যদি ফাইনাল ম্যাচ না হতো, তাহলে আমরা ঝুঁকি নিতাম না। কিন্তু এটি ফাইনাল ম্যাচ। যার কারণে আমাদেরকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। এখানে আমাদের ঝুঁকি নেওয়ার সুযোগ রয়েছে’-যোগ করেন মার্টিনো।
ইনজুরির বিষয়টি কোচ মার্টিনো কিংবা মেসি কারো জন্য সহজ বিষয় নয়। কারণ আগামী শনিবার এমএলএস প্রতিযোগিতায় নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এরপর থেকে ক্লাবটির রয়েছে ঠাসা শিডিউল। ৮ দিনে তাদের ৩টি ম্যাচ রয়েছে।
এমএমআর/জিকেএস