বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

নতুন বছরের শুরুতেই রোমাঞ্চকর এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সেটাও আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। আজ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপা লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।

সৌদি আবরে এ নিয়ে টানা তিন মৌসুমে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-বার্সা। আগের দুই লড়াইয়ে একটি করে জয় দুই দলের। ২০২৩ সালে বার্সেলোনা জেতার পর ২০২৪ সালে জিতেছে রিয়াল মাদ্রিদ।

আজ যেকোনো এক দল এগিয়ে যাবে। রিয়ালের জন্য অবশ্য এই ম্যাচটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। আজ জিতলে সুপার কাপে সর্বোচ্চ ১৪ শিরোপা জেতায় তারা ছুঁয়ে ফেলবে বার্সাকে।

এল ক্লাসিকোর এই লড়াইয়ে কোনো দলকেই একক ফেবারিট বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে দুই দলই একে অন্যের কাছে বড় ব্যবধানে হেরেছে।

সর্বশেষ সুপারকাপের ফাইনালে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সাকে। আর লা লিগায় চলতি মৌসুমের প্রথম লেগে বার্নাব্যুতে গিয়ে বার্সা জিতেছিল ৪-০ গোলে।

বোঝাই যাচ্ছে, নিজেদের দিনে দুই দলই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে সিদ্ধহস্ত। আগাম ভবিষ্যদ্বাণীকে ঝুঁকির মুখে ফেলে দেয়া এই এল ক্লাসিকোতে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায়ই ফুটবলপ্রেমীরা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।