আটালান্টাকে প্লে-অফ খেলতে বাধ্য করলো বার্সা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ৩০ জানুয়ারি ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। পয়েন্ট খুইয়ে সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ হারিয়েছে আটালান্টা। বাধ্য হয়ে ইতালিয়ান ক্লাবটিকে খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে বার্সা সরাসরি শেষ ষোলোতে গেলেও থাকতে পারেনি টেবিলের শীর্ষে।

সরাসরি শেষ ষোলোতে যেতে হলে ৩৬ দলের অংশগ্রহণে গ্রুপের পর্বের খেলায় সেরা ৮ দলের মধ্যে থাকতে হতো বার্সা ও আটালান্টাকে।

বার্সা গ্রুপের খেলা করেছে টেবিলের দুইয়ে থেকে, পয়েন্ট ৮ ম্যাচে ১৯। অন্যদিকে নবম স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা, পয়েন্ট ৮ ম্যাচে ১৫।

সর্বশেষ ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সা। এবারও দারুণ ছন্দে আছে ৫ বারের চ্যাম্পিয়নরা। গতকাল বুধবার আটালান্টার বিপক্ষে ড্র করলেও খুশি কোচ হান্সি ফ্লিক।

ম্যাচের পর বার্সা কোচ ফ্লিক বলেন, ‘ফলাফল ঠিকই ছিল। আমরা এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি, যাদের দলে খুব ভালো খেলোয়াড় রয়েছে, তাদের খেলা চমৎকার এবং অনন্য খেলার স্টাইল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, দ্বিতীয়ার্ধে কিছুটা ভিন্ন কিছু করতে পারবো। প্রথম গোলটি সেরকমই ছিল, দলকে সেটি অনুসরণ করতে দেখা ভালো লাগলো।’

‘অবশ্যই খুব খুশি, আমরা দ্বিতীয় স্থানে শেষ করেছি, যা চ্যাম্পিয়নস লিগে প্রথম পদক্ষেপ। দলের জন্য দ্বিতীয় স্থানে শেষ করা একটি বড় সাফল্য।’

বুধবার ঘরের মাঠে প্রথম গোল করে বার্সাই। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৬৭ মিনিটে আটালান্টাকে ১-১ সমতায় ফেরান এডারসন।

৭২ মিনিটে আবারও বার্সাকে এগিয়ে দেন রোনাল্ড আরাওহো। ৭ মিনিট পর ফের সমতায় ফেরে আটালান্টা। গোল করেন মারিও পাসালিক। শেষ বাঁশি বাজার আগে আরও গোল না হওয়ায় ২-২ সমতায় খেলা শেষ হয়।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।