চ্যাম্পিয়ন্স ট্রফি

বিতর্কহীন সাজানো-গোছানো ফটোসেশন টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

খেলোয়াড়দের গায়ে সাধারণ টি-শার্ট, অধিনায়ক দৌড়ে এসে শেষ মুহূর্তে যোগ দিচ্ছেন ফটোসেশনে। যে কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ফটোসেশনে এমন ঘটনা দেখা গেছে অতীতে।

তবে এবার তেমন কিছু হলো না। বিতর্কহীন সাজানো-গোছানো ফটোসেশনে অংশ নিলেন টাইগার ক্রিকেটাররা। পুরো দল কোচিং স্টাফসহ চোখ জুড়ানো এক ফটোসেশনপর্ব সেরেছে বাংলাদেশ দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে আজ (বুধবার) আনুষ্ঠানিক ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সবাই। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

বিতর্কহীন সাজানো-গোছানো ফটোসেশন টাইগারদের

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচেই টাইগারদের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।