স্টেডিয়াম সংস্কার নিয়ে ক্রীড়া উপদেষ্টা

‘৬ বছরে তো দুই-তিনটা স্টেডিয়ামই বানিয়ে ফেলা যায়’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

দেশের প্রধান জাতীয় স্টেডিয়াম সংস্কার করতে এতো সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার এই স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করতে এসে বলেছেন, এই স্টেডিয়াম সংস্কারে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই স্টেডিয়াম সংস্কারে যে অনিয়ম হয়েছে সেটা বোঝা যায় ৫-৬ বছর লেগে যাওয়ায়। ৬ বছরে তো দুই-তিনটা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায়। আমি দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়াম সংস্কারের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেটা অনুমোদন দেওয়া হয়নি। আমি বলেছি, সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।’

কবে নাগাদ এই স্টেডিয়াম খেলার জন্য পুরোপুরি উম্মুক্ত হতে পারে সে কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘মাঠ খেলার জন্য উপযুক্ত হয়েছে। সেটা বাফুফেকে বুঝিয়ে দেওয়া হয়েছে; কিন্তু এখনো ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি আছে। সেগুলো মার্চের মধ্যে শেষ হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আবার এখানে আন্তর্জাতিক খেলাধুলা আয়োজন করা যাবে। ফুটবল ফেডারেশনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে বুসন্ধরা কিংস অ্যারেনায় গিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক। সে জন্যই আমাদের অগ্রাধিকার হচ্ছে কাজটা শেষ করা। একই সাথে বাফুফেকে আমরা চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম দিয়েছি। নীলফামারী স্টেডিয়ামও বাফুফেকে বরাদ্দ দেবো যাতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। বাফুফের অবকাঠামোগত যে সমস্যাগুলো ছিল আশা করি তার সমাধান হবে।’

জাতীয় স্টেডিয়াম সংস্কারের মন্ত্রণালয় কোনো দুর্নীতি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি। কাজ শেষ হোক। তারপর এটা নিয়ে আমরা তদন্ত করবো কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখতে। কি কি অনিয়ম হয়েছে, কেন সংস্কারে এতো বেশি সময় লাগলো সবই খতিয়ে দেখা হবে।’

স্টেডিয়াম সংস্কারে যে অর্থ ব্যয় হচ্ছে সেটা বাস্তব সম্মত কিনা সে বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সংস্কারের জন্য দীর্ঘ সময় লাগানোতেই বোঝা যায় অনিয়ম হয়েছে। এ ছাড়া আমরা জানতে পেরেছি যে, স্টেডিয়াম সংস্কারের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বহন করার মতো অবস্থায় স্টেডিয়াম আছে কিনা। কারণ, এটা অনেক পূরনো স্টেডিয়াম। এই সব কিছুই দেখা হচ্ছে। এরপরও বলবো আমরা কাজটা শেষ করার ওপরই গুরুত্ব দিয়েছি।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।