বাংলাদেশের সেমির স্বপ্ন ভেঙে চুরমার করলো পাকিস্তান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৩ মার্চ ২০২৫

মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিসে সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৩-০ গেমে।

বাংলাদেশের কাব্য গায়েনকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন পাকিস্তানের রোমান হামজা। তুষার মো. তানভীর ২-৬, ০-৬ গেমে হেরেছেন পাকিস্তানের শাহবাজ আলীর কাছে। দ্বৈত ইভেন্টে কাব্য ও তুষার জুটি ৪-৬, ১-৬ গেমে হেরেছেন পাকিস্তানের রোমান ও তালহার কাছে।

কোয়ার্টার ফাইনালে হারের কারণে বাংলাদেশকে খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। স্থান নির্ধারণী প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।