মালয়েশিয়া ওপেনে স্বর্ণ জিতলেন বাংলাদেশের সাঁতারু রাফি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। সেখান থেকে মালয়েশিয়া গিয়ে অংশ নিয়েছিলেন ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাজিমাত করেছেন রাজবাড়ীর এই তরুণ। ২৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন রাফি।

এই ইভেন্টে সামিউলের আগের সেরা টাইমিং ২৭.১৭ সেকেন্ড। মালয়েশিয়ায় সেরা টাইমিং করে তিনি খুবই খুশি। রাফির লক্ষ্য এই ইভেন্টে টাইমিং ২৬ এর ঘরের নিচে নামিয়ে আনা। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছে সিঙ্গাপুর ও তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার সাঁতারু।

সামিউলের সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ার এই টাইমিং তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।