৩২৬ রানের লিড অস্ট্রেলিয়ার


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে ভাল অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬১ রান। সফরকারীদের চেয়ে ৩২৬ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সেঞ্চুরি করতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তবে হাফসেঞ্চুরি পেয়েছেন দু`জন। তারা হলেন- ক্রিস রজার্স (৬৯ রান) ও শন মার্শ (অপরাজিত ৬২ রান)। কারণ ভাল বোলিং করেছেন ভারতীয় বোলাররা। ২টি করে উইকেট পেয়েছেন যাদব, ইশান্ত ও অশ্বিন।

ভারতীয় বোলিংয়ের সামনে একেবারে নুইয়ে পড়েনি অস্ট্রেলিয়ানরা। তাই ৭ উইকেট হারিয়ে দিনশেষে তাদের স্কোর ২৬১ রান। ক্রিজে রয়েছেন শন মার্শ (৬২ রান) ও হারিস (৮ রান)।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ভারত করেছে ৪৬৫ রান। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও আজিঙ্ক্য রাহানে। আর প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যাওয়ার আগে করেছিল ৫৩০ রান।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৬১/৭ (রজার্স ৬৯, মার্শ ৬২*, ওয়ার্নার ৪০; ইশান্ত ২/৪৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫৩০/১০ (স্মিথ ১৯৫, রর্জাস ৫৭; শামি ৪/১৩৮)

ভারত প্রথম ইনিংস : ৪৬৫/১০ (কোহলি ১৬৯, রাহানে ১৪৭, বিজয় ৬৮; হারিস ৪/৭০)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।